:::: সূচীপত্র ::::
          বাংলাভাষায় রচিত সাহিত্যকর্ম-ই বাংলা সাহিত্য। বাংলা সাহিত্যের সূত্রপাত কোনদিন থেকে শুরু তা নির্দিষ্ট করে বলা না গেলেও, গবেষণালব্ধ উত্তর— আনুমানিক খ্রিষ্টীয় নবম শতাব্দীতে প্রাচীন বাংলা ভাষার সাহিত্যের নিদর্শন মিলে।

          আগে যুগ হতো বারো বছরে, এখন যুগের কোন সময় সীমা নেই। যেটা আজকের যুগের চাহিদা, আগামীকাল হয়তো তা আর নতুন যুগের চলার সাথী থাকছে না, কথাটি আজ প্রায় সর্বক্ষেত্রেই প্রযোজ্য। কম্পিউটারের যুগে হাতের লেখা চল যেমন বিলুপ্তের পথে হাঁটছে, তেমনি বই-পত্রেরও পঠন,পাঠন আর সংরক্ষণ পদ্ধতি রূপান্তরের পথে চলছে।

          সেই লক্ষ্যে বাংলা-সাহিত্যের আধুনিক যুগের সাহিত্যকর্মগুলোর ডিজিটালরূপ প্রদানের একক প্রচেষ্টায় আমার এই স্বেচ্ছাশ্রম শুরু। মোটেই এটি সহজ কাজ নয়। বিশ্বসাহিত্যে বাংলা সাহিত্য এক অন্যতম সমৃদ্ধধারা, একে একপ্রচেষ্টায় রূপান্তর প্রায় অসম্ভব কাজ। আমার মত কিছু স্বেচ্ছাশ্রমিক হলে কাজের অগ্রগতি হতো নিঃসন্দেহে।

এই কর্মকাণ্ডে আগ্রহী সহৃদয় ব্যক্তিগণ যোগাযোগ করুন।