:::: সূচীপত্র ::::

অর্থালংকার

: যে-অলংকার শব্দের অর্থ দ্বারা সৃষ্টি হয়, শব্দের ধ্বনির দ্বারা নয়, তাকে বলে অর্থালংকারপ্রধানত পাঁচ ধরনের অর্থালংকার হয়সাদৃশ্যমূলক, বিরোধমূলক, শৃঙ্খলামূলক, ন্যায়মূলক ও গূঢ়ার্থ প্রতীতিমূলক

(১) সাদৃশ্যমূলকদুটি ভিন্ন বস্তুর মধ্যে গুণ বা ক্রিয়াগত সাদৃশ্য লক্ষ্য করে সৃষ্ট হয় সাদৃশ্যমূলক অলংকারউপমা, উৎপ্রেক্ষা, রূপক। অতিশেয়োক্তি প্রভৃতি সাদৃশ্যমূলক অলংকার
দ্র. উপমা, উৎপ্রেক্ষা

(২) বিরোধমূলকবৈষম্যবোধের ওপর প্রতিষ্ঠিত অলংকার
দ্র. বিরোধাভাস

(৩) শৃঙ্খলামূলকবাক্যাংশ বা পদের সুচিন্তিত ব্যবহারে এই অলংকার সৃষ্টি হয়
['কুসুমে কুসুমে চরণচিহ্ন']

(৪) ন্যায়মূলকএই ধরনের অলংকার ব্যবহার করে বক্তব্যকে ন্যায়সংগত করার চেষ্টা করা হয়
['কষ্ট না করলে কেষ্ট মেলে না']

(৫) গূঢ়ার্থ প্রতীতিমূলকযে বিষয়টি বর্ণনা করা হয় তা না বুঝিয়ে অন্য বিষয় বুঝালে অর্থাৎ বাচ্যার্থের আড়ালে গূঢ়াৰ্থ থাকলে এই অলংকার হয়। ।
['কোনও গুণ নাই তার কপালে আগুন']

শ্রেণিবিভাগ : ব্যাজস্তুতি, স্বভাবেক্তি

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন