:::: সূচীপত্র ::::
ভাদ্রের শেষের সুন্দর রাত্রিচাঁদে আলোয় ধরণী শুভ্ৰবেশ ধরেছেগ্যাসের আলো আর জ্যোৎস্নার পাল্লা চলছেকার কতদূর শক্তি পরখ হবেএমন রাতে ঘুমুতে কার ইচ্ছা করেবিশেষ করে যদি জানলা দিয়ে এক টুকরো চাঁদে আলো মুখের ওপরে এসে পড়েএমন অবস্থায় দেহমনে আনন্দ-শিহরণ এবং পুলক-স্পন্দন অনুভূত হওয়া খুবই স্বাভাবিক
বাইরেই বোধ করি ভালো লাগবেমিস হাসিনা শয্যা ছেড়ে দিলপোড়া চোখকে গাল দিলে আর কি হবে! প্রকৃতিই যে আজ তার সাথে ফ্লার্ট করার জন্যে অনুপম সাজে সেজেছেভরা যৌবন-কালে এমনি করে প্ররোচিত হলে সবাই ফ্লার্ট করবেকেবল তার দোষ কি ?
আস্তে আস্তে দুয়োর খুললো সে মা যেন টের না পানপাশের ঘরে তিনি
তিন তলার উপরে তাদের তিনটি ঘরউত্তর-দক্ষিণে বাড়ীউত্তর দিকের ফ্লাটটা তাদেরদক্ষিণ দিকে আর একটি ফ্লাটসেটার সামনে খানিকটা ফাঁকা জায়গা আছেসেখানে গিয়ে সে দাঁড়ালো
এই যে চমৎকার শিশির-স্নাত জোৎস্নাপুলকিত রাত্রি প্রতিদিন চলে যায়অথচ তার ক্ষুধিত চক্ষু দেখতে পায় না, এর চাইতে আফসোস এবং লজ্জা আর কি হতে পারেবঞ্চিত করে তাকে তার ভরা যৌবন আর উপরওয়ালাদের শাসনদেহের ভয়ে বেরোয়নি এতদিনদেহভোগেই বা অন্যায়টা কি, তার মনে হয় ! আজ ধরণী নিজেই তো ভোগ করা পরিপূর্ণরূপে আপনাকে : স্রষ্টা ভোগ করছেন পরিপূর্ণরূপে তাঁ সৃষ্টিকে
আজ সে সব বন্ধন টুটবেক্ষিধেয় কাতর থাকার চেয়ে খেয়ে পেটের অসুখে ভোগা অনেক ভালোশরতের পরে আসে গাঢ় কুয়াশাপূর্ণ শীতের রাত্রিশরৎ তবু কাম্যএকান্ত কাম্য
সে আজ সত্যি ক্ষেপে উঠবে
ওদিকের ব্লকে থাকে আর একটি ছেলেনওশা তার নামবেশ রোমান্টি নামছেলেটি অনেক দিন তার সাথে আলাপ করতে চেষ্টা করেছেসে এতটুকু আস্কারা দেয় নি যৌবনের, দেহের ভয়েনওশা...বেশ নামটি ...আঃ
তার অত্যধিক রুক্ষতায় নওশার চোখের পাতা কত দিন ভিজে ওঠেছেনওশা ! মধুমাখানো নাম ! ওকে ব্যথা দেওয়া উচিত হয় নিঅমন কোমল গাল দুটি, হরিণের মতো চোখ, নরম আঙ্গুলের ডগা, ফর্সা শরীরের রঙ আর গাঢ় কালো ঢেউ খেলানো চুলতাকে সে প্রত্যাখ্যান করলো কেন ? ফুলকে মোচড়ে দেয় যে, সে পশু নয়ত কি ? না, আজ সে এর প্রতিশোধ নেবে
নওশার ঘরর্ধোন্মুক্ত জানলা দিয়ে ওর মুখটি এবং চুলগুলো দেখা যাচ্ছেকি সুন্দরজানলা দিয়ে চাঁদের আলো ফুলশরের মতো তা বাঁ দিককার এক চতুর্থাংশ চুল শ্মশ্ৰুবিহীন তুলতুলে গালের ওপর পড়ছেসূর্যের আলোয় যেমন চাঁ হলো চাঁ, ওর গালটিও চাঁদের আলোয় হলো ত্যি আর একটি চাঁজুলফি এবং উঠি উঠি করা নরম দাড়ি (ঠিক পশমের মতো) অর্ধেক গাল পর্যন্ত এসে ঠেকেছেদেখার বস্তু বটে ! কোন একটি উর্দু গানের প্রথম পদটি সে আবৃত্তি করলো অস্তে আস্তে সুর করেইসেই পদটি হলো, দামে ঘেঁছু মে ফাঁছা হ্যায় দেলঅর্থাৎ (হে প্রিয়) তোমার অর্ধেক গাল পর্যন্ত উঠি-উঠি-করা দাড়ির জুলফি তার মধ্যে প্রাণ আমার বাঁধা পড়েছে
তার মনে হলো বাঙ্গালী কবির প্রেমের কবিতা লিখতেই জানে নাযাও কিছু লেখে, সেগুলো হয়ে ওঠে ইংরেজি কবিতার অনুকরণ, না হয় অনুরূপা দেবীর উপন্যাসের মতো অসহ্য দীর্ঘ মরাকাঁদুনি
না, আর দেরি নয়আজকের রোমান্সকে সে কিছুতেই মাটি হতে দেবে না
নওশার দক্ষিণ-দুয়ারি ঘরটি খোলাই আছেহাসিনা আস্তে আস্তে ঢুকলোকী করে জাগানো যায় ওকে ! হাত দিয়ে ঠেলে ! হয়ত ভয় পাবে | ডেকে ! সেও হয় না, কারণ পাশের ঘরগুলোতে অনেকগুলো কান আছেসম্প্রতি যদিও সেগুলো কৰ্মণ্য, কিন্তু অতি সামান্য কারণেই তার মধ্যে অন্ততঃ দুচারটা জেগে উঠতে পারেতা হলে সব মাটি
চুমো দিয়ে জাগানো যাকএকটা কিংবা দুটো চুমোগালে কিংবা ঠোটেতাতে সেও উঠবে জেগে ঠিক ভোরের সূর্যের মতো ধীরে ধীরে চোখ মেলে, আর সে নিজেও এমন একটি রোমান্সের আস্বাদন করবে— যা ইতিপূর্বে কোন মেয়ের ভাগ্যে, অন্ততঃ অবিবাহিত কুমারী মেয়ের ভাগ্যে কদাচিৎ ঘটেছেবিশেষ কিছু সে আর ভাবলো নাআস্তে আস্তে মুখটি নত করে নওশার অধরযুগলের বাঁ পাশটায় বেশ গাঢ় করে একটি আবেশপূর্ণ চুমো বসিয়ে দিলো, আর কানের কাছে মুখ নিয়ে বললো : ওঠো প্রিয় ওঠো, জাগো শ্যামল, জাগো : এমন একটি নিশি মাটি করো নাঠিক যেন ওমর খৈয়ামের কবিতা আর কি !
নওশার নিদ্রাবিজড়িত চোখ দুটি খুলে গেলোযা তার দৃষ্টিতে পড়লো, তা কি সে বিশ্বাস করবে ? না, অন্য কিছু ভেবে চিৎকার করবে? তার চিনতে দেরি হতে লাগলোআস্তে আস্তে শুধালো, কে তুমি ?
কে তুমি ? কি নিষ্ঠুর তোমার জিজ্ঞাসা চিনতে পারছ না ? আমি ঘরের হাসিনা যার সঙ্গে তুমি কথা কইতে চেয়েছ কত দিনযার জন্যে তোমার আঁখি ছলছলিয়ে উঠেছে কত দিনদিনের রুক্ষ হাসিনা রাত্তিরে এসেছে সত্যি হাসিনা হয়ে ওঠে প্রিয়, ওঠো
নওশা উঠে বসলোএমন কোমল একটি মেয়ে-ইতিপূর্বে কেউ স্পর্শ করে নি এমন একটি মেয়ে তাকে আজ রাত্তিরে এমন করে ধরা দেবে, তার দিবসের কান্না এমনি সুফলপ্ৰসূ হবে, শোবার সময় কি সে কথা ভেবেছে ! শাস্ত্রগ্রন্থের এক জায়গায় আছে, পুণ্যাত্মাদের জন্যে বেহেশতে এমন সুন্দর নাতিদীর্ঘ অন্সরী মিলবে যাদের ইতিপূর্বে কোন মানব কিংব জেন স্পর্শ করে নিআল্লাহ দয়া করে তার জন্যে র্তেই সেই বেহেশত এনে দিলেন নাকি ?
সে বললো : আজ যে হঠাৎ এমনি করে এসে আমায় ধন্য করবে আমি ভাবতে পারি নি হাসিনাকত দিন তোমার সাথে দুটো কথা বলবো আশা করে বারান্দায় তুমি যেখানে বিকেলে কলেজ থেকে এসে দাঁড়াও, তার পাশে দাঁড়িয়েছি, কিন্তু তুমি একটু সাড়া দেবে দূরে থাক, মুখ গভীর করে ধীরমন্থর গতিতে পালিয়েছআর শুনেছি, যেতে যেতে গজগজ করেছহয়ত আমার বেহায়াপনাকে উদ্দেশ করেই! ভালোবাসা একটা বাহুল্য জিনিসতার পূর্বে নারী পুরুষ যে জিনিসটা চায়, সেটি হচ্ছে পরিচয়ের ভিতর দিয়ে কল্পনার রোমান্সসেইটি তুমি হতে দাও নি দূরে সরে থেকেএত নিকটে থেকেও আমরা রয়েছি ঠিক একই গাছে প্রস্ফুটিত দুটি রজনীগন্ধার মতোপাতার আড়ালে পড়ে থাকাতে যেমন একে অপরকে দেখতে পায় না, আমাদের তেমনি আড়াল করেছে দুর্জয় লজ্জা আর কুসংস্কারের বাধাযা হোক, আজকে যখন এমনি অপ্রত্যাশিতভাবে এসে আমায় জাগিয়েছ, তখন আমায় কি করতে হবে বলে দাওবুঝি যে আজকের রাত্রে চাই একটুখানি হালকা অথচ নির্মল আনন্দ কিন্তু তার প্রোগ্রাম আমার চাইতে বোধ করি তুমিই ভালো বলতে পারবে-হয়ত বা ঠিক করেই রেখেছ
হাসিনা : প্রোগ্রাম করার মতো অবসর আমার হয় নি, এখন হবেও নাআর তার প্রয়োজনও নেইচলে যাই বাইরে ছাদের কিনারে রেলিং ধরে দুজনে দাঁড়াইতারপর যা প্রয়োজন হবে, তা আপনি আসবে প্রয়োজনেরই খাতিরেপ্রোগ্রাম করার দরকার নেই
তারা দু জন দুটি নীড়ছাড়া প্রবাসী পাখীর মত এসে রেলিং ধরে দাঁড়ালোকথা তাদের আপনি বন্ধ হয়ে গেলোউপরে স্বচ্ছ রূপালী আকাশনীচে তারা দুটি প্রাণীনাকি শুভ্র সুন্দর দুটি মূর্তিঠিক সে সময়ে কেউ ধরতে পারত নাগ্রীক পুরাণের প্রেমের অধিষ্ঠাত্রী দেবী ভেনাসের বিশ্ববিশ্রুত রূপও দুটি প্রাণীর তখনকার সৌন্দর্যের কাছে হেরে যায়নির্বাক দাঁড়াবোপাশাপাশি হয়ে আড়চোখে পরস্পরের প্রতি চেয়ে সহজ শুভ্ৰ জ্যোৎস্নার নীচে নারী পুরুষের দাঁড়ানোতে যে সৌন্দর্য যে রূপ আছে, তার কাছে জগতের যে কোনও রূপ হার মেনে যায়। ।
কিন্তু নির্বা থাকা বেশিক্ষণ তাদের পোষায় না; কারণ তারা জানে যে রাতের একটা নির্দিষ্ট মেয়াদ আছে যার বেশি সে থাকবে না
হাসিনাই কথা কইল ; আজকের রাতটা ভোগ করব আমরা পুরোপুরিতুমি রাজকুমার, আমি দূরদেশের রাজকুমারীআমাকে পেয়েছ তুমি অনেক কষ্টের পর, আর এখানে এনেছ জাদুকরা চাদরে বসিয়ে আকাশপথে; কিন্তু মেয়াদ শুধু এই রাতটি ! কাল সকালে যদি জানতে পারেন রাজা রানী, তবে তাঁরা হয় করবেন আত্মহত্যা, কিংবা রাজকুমারের রাজ্য আক্রমণরোমান্সের সঙ্গে আত্মহত্যা বা আক্রমণের কোন সামঞ্জস্য নেই, রোমান্স ওদের সামনে দাঁড়াতেই পারে নাঅতএব, তুমি এবং আমি শুধু এই রাতটি উপভোগ করবউগ্র উপভোগের প্রচণ্ডতায় নয়, কোমল নমনীয় ভোগের মিষ্টি মিষ্টি গন্ধেতোমায় জাগিয়েছি আমি একটি চুমো দিয়ে, এখন তুমি আমার সে দান শোধ দাও আর একটি চুমোর প্রণামীতে,এই বলে অধর তার বাড়ীয়ে দিলোনওশা মুখ নত করে হাসিনার অধরযুগলের রসাস্বাদ করলে ধীর স্থির মৃদু একটি স্পর্শেএমন স্পৰ্শযে স্পর্শের বর্ণনা করতে গেলে ভাষার খেই যায় হারিয়ে
খানিকক্ষণ নীরব
নওশা বললো : আমাদের দু’ জনারই জীবননাট্যের সমাপ্তির মধ্যে আজকের দিনের ছবিটি একটা মহৎ স্থান অধিকার করবেএকটি নর একটি নারী, শুভ্র শান্ত আকাশের নীচে তন্ময় হয়ে রয়েছে দাঁড়িয়েমনে তাদের আলোড়িত হচ্ছে কত কথা, কিন্তু প্রকাশে বাধা না থাকলেও আছে রসনার জড়তা অর্থাৎ অক্ষমতাদু জনে শুধু দাঁড়িয়ে থাকাতার বেশি আর কি হতে পারেকিন্তু এই দাড়িয়ে থাকাএমন একটি রাতে দুটো স্ফুটনোমুখ নরনারীর দাঁড়িয়ে থাকাএতে যে প্রশান্তি, যে একটা নির্ভরশীলতাপূর্ণ অনুভূতি আছে, তার তুলনা মিলে না জগতেতোমায় আমি ভালোবাসি কথাটি যদি আজকে রাতে বলি, তবে শয্যাত্যাগ করে তোমার উঠে আসার উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যায়কারণ এই বাক্যটি ইতিপূর্বে কত লক্ষবার যে ধ্বনিত হয়েছে মানবের কণ্ঠে কণ্ঠে তার হিসাব চিত্রগুপ্তও রাখতে পারে নিএখনও ঠিক এই মুহুর্তে কত জায়গায় যে -কথাটি বলা হচ্ছে তার ইয়ত্তা নেইঅতএব ভালোবাসার কথা আজ তোমার কাছে বলবো নানা বলার মধ্যে যে বলার হবে প্রকাশ, তাইতেই আমাদের শান্তি দেবেএসো আমরা দুজনে সামনা-সামনি হয়ে পা ছড়িয়ে বসি তারপর চেয়ে থাকি পরস্পরের প্রতিএতেই হবে সকল কথার পরিসমাপ্তি, এই বলে সে বসে পড়লো, হাসিনাকেও ধরে বসালো!
কিন্তু চুপ করে অনেকক্ষণ বসে থাকা যায় না
হাসিনা বললো : আজকে আমার কাছে একটি বড় সত্য ধরা পড়লো নওশাসেটি এই যে, দূরে থেকে দেখা কলপনার মধ্যে থাকে যে একটা প্রচণ্ড কামনার আভাস, কাছে এসে মিশলে সেটি হয়ে যায় পবিত্র স্নিগ্ধতোমার আমার মাঝের ব্যবধান সৃষ্টি করেছিল যে একটা অস্বোয়াস্তি, আজ রাতের মিলন তা দূর করে এনে দিল একটা সহজ সরল সম্বন্ধতোমায় আমি চাইতুম, কিংবা তুমি আমায় চাইতে, এর মধ্যে এবং আজকের এই একত্র হয়ে যাওয়ার মধ্যে আছে অনেক তফাৎতখন আমরা চাইতুম পরস্পরের দেহ, এখন চাই সান্নিধ্য, একটি চুমো, একটু স্পর্শ, একটু গল্পবহুদিনের বিক্ষুব্ধ মন হয়ে গেলো এতে পরিষ্কার, প্রাণে এলো শান্তিতোমায় ভালোবাসির ভালোবাসি শব্দটিউঠে গিয়ে তার জায়গায় বসল পেয়েছিএই পাওয়াক্ষণিকের এই পাওয়াই দীর্ঘ জীবনের মধ্যে একটি বড় অথচ মহৎ স্থান অধিকার করে রইবে বেঁচেকারণ এতে যে একটি রোমান্স আছে সেটি শুধু দৈনন্দি মিলনের অভিশাপআজকে রাতে ঘুম হলো না, মনে হলো তোমাকে চাইএলুম চলে, সকল ভয় সকল লজ্জা ভেঙ্গেতোমাকে পেলামলাভ কম হলো নাচাঞ্চল্য গেলো চলে; এলো আনন্দ— এইখানে হাসিনা নওশার চুলের উপর একটি চুমো খেলো আর নওশা খেলো হাসিনার জওহরের মত উজ্জ্বল চোখের পাতায়
তারপর আবার চুপচাপ
এবার নীরবতা ভাঙ্গলো নওশা বললো : আগামী কাল তোমারও আজ রাতের কথা মনে থাকবে না— আমারও হয়ত থাকবে না না থাকাই উচিত ক্ষণিকের আনন্দ ক্ষণিকই মনে রাখা ভালো; কেননা মনে রাখলে আবার পেতে হবে ইচ্ছাআর বেশি বেশি পেতে চাইলেই আসবে আনুষঙ্গিক সকল উপসর্গযাক গে ছাই, আর কথা বলবো নাআবার চল থাকি চেয়ে দু' জনেই দু' জনের দিকে
অনেকক্ষণ কাটলো এভাবেহঠাৎ হাসিনা পূর্বদিকে চেয়ে দেখলে শুকতারা বড় একটা রক্তজবার মত জ্বলছে
এমন সময় ডাক শোনা গেল, হাসিনা! হাসিনা! ওঠ্‌ নামাজ পড়বিনে ? তার মায়েরই ডাকআর দেরি করা যায় না, আবার দুটি চুমো, তারপর যেমন এসেছিলতেমনি দু জনেই যার যার ঘরের দিকে চলে গেল
দুয়োরে ধাক্কা পড়লহাসিনা ধড়মড় উঠে বসলে তার পাশে খুঁজলে কাকেনওশাকেকিন্তু নওশা নেইতবে কি সবটাই একটা স্বপ্ন ? তাই ! এই যে, সমস্ত বিছানা তার ঘামে ভিজে গেছে! উঃতাহলে কি সে সমস্ত রাতভর একটা দুঃস্বপ্ন দেখেছেকিন্তু তার ভাববার সময় নেই, দুয়োর খুলে নামাজ পড়তে যেতে হচ্ছে।
পরদিন বেলা দশটায় সে যখন সিঁড়ির নীচে ডায়ওসেসানের বাসে উঠছে তখন পাশে দেখলো ও ঘরের নওশা বই হাতে ট্রামের অপেক্ষা করছে। তার হাসি পেল। এই ছেলেটাকে নিয়ে সারা রাত এমন একটা বিশ্রী স্বপ্ন সে দেখলো কি করে? তবে কি সে দিনের বেলা ঐ রকমই ভাবে ? ছিঃ ! ছিঃ!
বাস তখন তাকে নিয়ে চলছে। জানালা দিয়ে বাইরে চেয়ে দেখলো, নওশার ট্রাম তখনও আসে নি।

সূত্র : আবুজাফর শামসুদ্দীন রচনাবলী- প্রথম খণ্ড (বাংলা একাডেমি)