:::: সূচীপত্র ::::
সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা।
মধু মাসে

যে মাসেতে পুষ্পে মধু
মধু মধুকরের মুখে,—
হিয়া যখন হাওয়ার আগে
হয় গো মন্দির অধীর সুখে ;—
আঁখি আকুল অন্বেষণে
ফিরছে যখন বনে বনে,
মুহুর্মুহু কুহু স্বরে
তন্ত্রী দুলে উঠ্‌ছে বুকে ;—
তখন তুমি দিলে দেখা আমনি
ফুলের বনে ফুলের রাণী রমণী !
অম্‌নি বিপুল সুখের ভরে,
আকুল আঁখি উঠল ভ'রে,
পুলক হাসি পাগল বাঁশী
বিদায় দিল মৌন দুখে !

সূত্র : কুহু ও কেকা — সত্যেন্দ্রনাথ দত্ত [চতুর্থ সংস্করণ/১৯২৯]

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন