:::: সূচীপত্র ::::

অভিবন্দনা


: ইংরেজি 'অ্যাপসট্রফি'মূল গ্রিক শব্দের আক্ষরিক অর্থ মূল বক্তব্য বা ভাষণ থেকে সরে গিয়ে কোনও অনুপস্থিত ব্যক্তিকে সম্ভাষণা বা অভিবন্দনা করাসাহিত্যে ব্যবহৃত এমন এক অলংকার সেখানে সাধারণত মৃত বা অনুপস্থিত ব্যক্তিকে অথবা কোনও বিমূর্ত বা প্রাণহীণ জড়পদার্থকে সম্ভাষণ করে কবি কিছু বলেনসাধারণত মহাকাব্যে, স্তবে এবং শোকগাথায় এই ধরনের অলংকার ব্যবহৃত হয়মহাকাব্যে কাব্যের অধিষ্ঠাত্রী দেবীকে (Muse) আবাহন করাকেও এক বিশেষ ধরনের অভিবন্দনা বলা হয়ে থাকে

[ খল জল ছলভরা তুমি লক্ষ ফণী ফুঁসিছে গর্জিছে নিত্য, করিছে কামনা মৃত্তিকার শিশুদের লালায়িত মুখ! হে মাটি, হে স্নেহময়ী, অয়ি মৌন মূক... )

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন