:::: সূচীপত্র ::::

১২

বউ কথা কও

কি দুখে, হে পাখি, তুমি শাখার উপরে
বসি, বউ কথা কও, কও এ কাননে ?
মানিনী ভামিনী কি হে, ভামের গুমরে,
পাখা-রূপ ঘোমটায় ঢেকেছে বদনে ?
তেঁই সাধ তারে তুমি মিনতি-বচনে ?
তেঁই হে এ কথাগুলি কহিছ কাতরে ?
বড়ই কৌতুক, পাখি, জনমে এ মনে
নর-নারী-রঙ্গ কি হে বিহঙ্গিনী করে ?
সত্য যদি, তবে শুন, দিতেছি যুকতি;
(শিখাইব শিখেছি যা ঠেকি এ কু-দায়ে)
পবনের বেগে যাও যথায় যুবতী;
ক্ষম, প্রিয়েএই বলি পড় গিয়া পায়ে !
কভু দাস, কভু প্রভু, শুন, ক্ষুন্ন-মতি,
প্রেম-রাজ্যে রাজাসন থাকে এ উপায়ে

 ১৩

পরিচয়

যে দেশে উদয়ি রবি উদয়-অচলে,
ধরণীর বিম্বাধর চুম্বেন আদরে
প্রভাতে ; যে দেশে গেয়ে, সুমধুর কলে,
ধাতার প্রশংসা-গীত, বহেন সাগরে
জাহ্নবী ; যে দেশে ভেদি বারিদ-মণ্ডলে
(তুষারে বপিত বাস উর্দ্ধ্ব কলেবরে,
রজতের উপবীত স্রোতঃ-রূপে গলে,)
শোভেন শৈলেন্দ্র-রাজ, মান-সরোবরে
(স্বচ্ছ দরপণ!) হেরি ভীষণ মূরতি ;
যে দেশে কুহরে পিক বাসন্ত কাননে ;
দিনেশে যে দেশে সেবে নলিনী যুবতী ;
চাঁদের আমোদ যথা কুমুদ-সদনে ;
সে দেশে জনম মম ; জননী ভারতী ;
তেঁ প্রেম-দাস আমি, ওলো বরাঙ্গনে !

8

 কে না জানে কবি-কুল প্রেম-দাস ভবে,
কুসুমের দাস যথা মারুত, সুন্দরি,
ভাল যে বাসিব আমি, বিষয়ে তবে
বৃথা সংশয় কেন ? কুসুম-মঞ্জরী
মদনের কুঞ্জে তুমিকভু পিক-রবে
তব গুণ গায় কবি ; কভু রূপ ধরি
অলির, যাচে সে মধু কানে গুঞ্জরি,
ব্ৰজে যথা রসরাজ রাসের পরবে !
কামের নিকুঞ্জে, এই ! কত যে কি ফলে,
হে রসিক, নিকুঞ্জ, ভাবি দেখ মনে !
সরঃ ত্যজি সরোজিনী ফুটিছে স্থলে,
কদম্ব, বিম্বিকা, রম্ভা, চম্পকের সনে !
সাপিনীরে হেরি ভয়ে লুকাইছে গলে
কোকিল; কুরঙ্গ গেছে রাখি দু-নয়নে!

১৫

যশের মন্দির

সুবর্ণ দেউল আমি দেখিনু স্বপনে
অতি-তুঙ্গ শৃঙ্গ শিরে ! সে শৃঙ্গের তলে,
বড় অপ্রশস্ত সিঁড়ি গড়া মায়া-বলে,
বহুবিধ রোধে রুদ্ধ উৰ্দ্ধগামী জনে !
তবুও উঠিতে তথাসে দুর্গম স্থলে
করিছে কঠোর চেষ্টা কষ্ট সহি মনে
বহু প্রাণীবহু প্রাণী কাঁদিছে বিকলে,
না পারি লভিতে যত্নে সে রত্ন-ভবনে
ব্যথিল হৃদয় মোর দেখি তা সবারে
শিয়রে দাঁড়ায়ে পরে কহিলা ভারতী,
মৃদু হাসি ; “ওরে বাছা, না দিলে শকতি
আমি, দেউলে কার সাধ্য উঠিবারে ?
যশের মন্দির ওই ; ওথা যার গতি,
অশক্ত আপনি যম ছুঁইতে রে তারে !

১. কোপনস্বভাবা রমণী।
২. মেঘ।
৩. মানস সরোবর।
৪. রাধাকৃষ্ণের ব্রজলীলার প্রসঙ্গ।
৫. দুনয়নে হরিণের চোখ।
৬. প্রতিবন্ধকের দ্বারা বাধাযুক্ত।

সূত্র : মধুসূদন রচনাবলী-সব্যসাচী রায় (সম্পাদনায়)