:::: সূচীপত্র ::::
১৪
কৃষ্ণচূড়া

   এই যে কুসুম শিরো পরে, পরেছি যতনে,
   মম শ্যাম-চূড়া-রূপ ধরে এ ফুল রতনে !
বসুধা নিজ কুন্তলে       পরেছিল কুতুহলে
              এ উজ্জ্বল মণি,
রাগে তারে গালি দিয়া, লয়েছি আমি কাড়িয়া
মোর কৃষ্ণ-চূড়া কেনে পরিবে ধরণী?




    এই যে কম মুকুতাফল, এ ফুলের দলে,—
    হে সখি, এ মোর আঁখিজল, শিশিরের ছলে!
লয়ে কৃষ্ণচূড়ামণি,           কাঁদিনু আমি, স্বজনি,
              বসি একাকিনী,
তিতিস্থ নয়ন-জলে ; সেই জল এই দলে
গলে পড়ে শোভিতেছে, দেখ্‌ লো কমিনি !

     পাইয়া এ কুসুম রতনশোন্‌ লো যুবতি,
     প্রাণহরি করিনু স্মরণস্বপনে যেমতি !
দেখিনু রূপের রাশি          মধুর অধরে বাঁশী,
              কদমের তলে,
পীত ধড়া স্বর্ণরেখা, নিকষে যেন লো লেখা,
কুঞ্জশোভা বরগুঞ্জমালা দোলে গলে !

     মাধবের রূপের মাধুরী, অতুল ভুবনে
     কার মনঃ নাহি করে চুরি, কহ, লো ললনে ?
যে ধন রাধায় দিয়া,          রাধার মনঃ কিনিয়া
              লয়েছিলা হরি,
সে ধন কি শ্যামরায়, কেড়ে নিলা পুনরায়?
মধু কহে, তাও কভু হয় কি, সুন্দরি?

--------xXx--------

সূত্র : মধুসূদন রচনাবলী-সব্যসাচী রায় (সম্পাদনায়)