:::: সূচীপত্র ::::
জ্যোৎস্না-মদিরা

চন্দ্র ঢালিছে তন্দ্রা নয়নে,
       মল্লিকা বনে ঢালিছে মায়া 
ছায়ায় আর্দ্ৰ আলো খানি আজ
       আলো-মাখা ফিঁকে হাল্কা ছায়া !
সুদূর-স্বপন-বিধুর প্রাণ,
উঠিছে মৃদুল মধুর গান,
মৃদুল বাতাসে মৰ্ম্মর ভাষে
       উছসি' উঠিছে বনের কায়া !

স্ফুরিত ফুলের উতলা গন্ধে
গাহে অন্তর কত না ছন্দে,
আলোকে ছায়ায় প্রেমে সুষমায়
       ভুবনে বুলায় মদির মায়া !

সূত্র : কুহু ও কেকা — সত্যেন্দ্রনাথ দত্ত [চতুর্থ সংস্করণ/১৯২৯]

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন