:::: সূচীপত্র ::::
কু ?

বসন্তের প্রথম উষায়
ফুলদলে জাগাবে বলিয়া
বহিল দক্ষিণ বায়ু ;—কে আজি সুধায়
মুহুমুর্হু আনন্দে গলিয়া ?— 'কু ?'


মধু আলো, মধুর বাতাস
বুঝি তারে করেছে বিহ্বল,
ভুলে গেছে দ্বন্দ্ব, দ্বিধা দুঃখের আভাষ—
তাই সে সুধায় অবিরল—'কু ?'
সে যে আজ মেলেছে গো পাখা,
দেখেছে গো সৌন্দৰ্য্য অপার,
হাওয়া তারে মাতায়েছে চূত-রেণু-মাখা,
তাই বুঝি পুছে বারম্বার—'কু ?'

বিধাতা করেছে তারে কালে,—
নীরব শিশিরে বরষায়,
তবু সে ফেলেছে বেসে জগতেরে ভালো
প্ৰেমোচ্ছ্বাসে তাই সে সুধায়—'কু ?'

সূত্র : কুহু ও কেকা — সত্যেন্দ্রনাথ দত্ত [চতুর্থ সংস্করণ/১৯২৯]

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন